স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার বলেছেন, মাদক প্রতিরোধে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, এজন্য প্রতিটি জেলায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে। 

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সভাকক্ষে এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন ও লাইট হাউস কনসোর্টিয়াম-যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ‘ড্রাগ এবিউজ রেসিসটেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং (দাড়াও)’ প্রকল্পের আয়োজনে এ সভা অনুাষ্ঠত হয়।

সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনার পরিচালক জনাব মু. নুুরুজ্জামান শরীফ বলেন, আজকের সভার মাধ্যমে মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে যে সমস্ত পরামর্শ এসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সে সমস্ত পরামর্শগুলো বাস্থবায়নে কাজ করা হবে।

ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় রাজশাহী ও নাটোর জেলায় দাড়াও প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়বায়িত হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন লাইট হাউজের নির্বাহী প্রধান জনাব মো. হারুন-অর-রশিদ। এরপর সভার মূল উপস্থাপনা করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ স্বাগত বক্তব্য প্রদান করেন।

সভায় কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিট সৈয়দ সুলতান চাঁদ, দাড়াও প্রকল্পের ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উৎস, ডিটিসি, আমি, সৃষ্টি ,গ্রীন লাইফ, অর্জন,ভাওয়াল, প্রয়াস এবং তুরাগ মাদকাসক্তি চিকৎসা কেন্দ্রের পরিচালকগন উপস্থিত ছিলেন।

সভায় সকলেই মাদক প্রতিরোধে চিকিৎসা পরবর্তী ফলোআপ, সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা কার্যক্রম, নারী মাদকনির্ভরশীলদের জন্য চিকিৎসা ব্যবস্থা,কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম করার বিষয়ে তাগিদ প্রদান করেন। চিকিৎসা কেন্দ্রের উপস্থিত প্রধানগন শেয়ার করেন তারা বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে তারা সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেন।

দাড়াও প্রকল্পের এডভোকেসি অফিসার উম্মে জান্নাতের সঞ্চালনায় এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আহসানুল জব্বার । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক লাইন্সেস প্রাপ্ত মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের পরিচালকগণ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতটি বিভাগের অতিরিক্ত পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক, উপ-পরিচালকগন সহকারী পরিচালকগন সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লাইট হাউস কনসোর্টিয়াম এর আওতায় দাড়াও প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন ও লাইট হাউস এর সাথে আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)-রাজশাহী এবং নারী ও শিশু কল্যাণ সোসাইটি নাটোর এ কার্যক্রম পরিচালনা করছে।

(ওএস/এসপি/জানুয়ারি ২১, ২০২১)