সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে মুজিববর্ষের ঘর পেলেন গৃহহীন ও ভূমিহীন ৩৫টি পরিবার । শুক্রবার বিকালে উপজেলার শাহাপুরে নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে ৩৫টি পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেন ফেনী-৩ আসনের সাংসদ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। 

চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, মুজিববর্ষে পর্যায়ক্রমে সকল গৃহহীন ও ভূমিহীনদের সরকারিভাবে ঘর প্রদান করা হবে। আশাকরি কেউ গৃহহীন থাকবেনা ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, সহকারি কমিশনার জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন প্রমুখ।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী ৩৫টি পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষের ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

(এম/এসপি/জানুয়ারি ২২, ২০২১)