স্টাফ রিপোর্টার : রাজধানীর বসিলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার ভোরে হাজারীবাগ থানার বসিলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বসিলার মেট্রো হাউজিং এলাকায় অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদীসহ ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন ডাকাত অবস্থান করছে। এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হলে দৌঁড়ে পালানোর সময় আরিফ হোসেন (২১), হাসানগাজী, মামুন বেপারী (২১)কে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতা ইকরে। এছাড়াও রাতে এরকম দুই বা ততোধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে।

(পিআর/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)