আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শৈশবের বিদ্যাপীঠ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ১২৮ বছরের ঐতিহ্যবাহী সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতি ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পু®পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

পরে বিদ্যালয় চত্তরে প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, নাঠৈ মাধ্রমিক বিদ্যলিয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল, সাবেক শিক্ষক ও কবি আ. মান্নান প্রমুখ।

প্রসংগত, ১৮৯৩ সনের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকুরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জাতির জনক এই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র হিসেবে অধ্যয়ন করেছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)