রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, সাংবাদিক মিজানুর রহমান খান আইনের ছাত্র না হয়েও অত্যন্ত সুন্দরভাবে আইন ও সংবিধান বিভিন্ন সমাধান দিয়ে গেছেন। তিনি প্রচুর লেখাপড়া করতেন। তিনি আইনের কোর্স না করেও অনেক কিছু দিয়ে গেছেন। বিশ্বে যারা আইন প্রণয়ন করেছেন তারা কেউ আইনের ছাত্র ছিলে না। মিজানুর রহমান খান তেমনি একজন মানুষ। তিনি অত্যন্ত সুক্ষভাবে আইনের বিভিন্ন সমাধান করে গেছেন। তার ব্যাখ্যার পর আর কোন ব্যাখ্যা দেওয়া সম্ভব ছিল না। অনেক মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী। আবার অনেক মৃত্যু পাখির পালকের চেয়ে হালকা। সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যু পাহাড়ের চেয়ে ভারী। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। 

সাতক্ষীরায় পথিতযশা সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এড. অরুন ব্যানার্জি।

প্রধান আলোচক ছিলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, দৈনিক কালের চিত্রের মফস্বাল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, প্রথম আলো বন্ধু সভার সাবেক সভাপতি জাহিদা জাহান মৌ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজুর রহমান মাসুম।

(আরকে/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)