রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বলিখন্ড গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে ফুলচাঁনের (৪০) উপর সন্ত্রাসী হামলা ও যুবলীগের বেপরোয়া কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মানবন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বলিখন্ড থেকে বালিয়াটা মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি মানববন্ধনে মিলিত হয়। 

জানা যায়, গত ১৫ জানুয়ারি রাতে পাইকড়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি ফুলচাঁন পাশের বাড়িতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে নিজ বসতবাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন।

অতর্কিত হামলায় পাইকড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম রেজা’র নেতৃত্বে পারভেজ, সোহান, রবিন, নাজমুল, সজিব সহ ২০-২৫ জন ফুলচাঁন’র উপর আক্রমন করে। তারা দা, চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে প্রায় মৃত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে টাঙ্গাইলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে সেলিম রেজা সহ ১৭ জনকে আসামী করে ফুলচাঁনের স্ত্রী শাহানাজ আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার মাতিন ও হায়দার আলী মাস্টারের ছত্রছাঁয়ায় সেলিম বাহিনী দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে স্থানীয় চেয়ারম্যান ও সাংবাদিক মারপিটের ঘটনাসহ অর্ধডজন মামলা চলমান থাকলেও প্রভাবশালী নেতাদের ছত্রছাঁয়ায় সে অবাধে ঘুরে বেড়াচ্ছে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মোল্লা বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনার বিস্তারিত জেনে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাইকড়া ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন বলেন, এই বেপরোয়া যুবলীগ কর্তৃক আমি ও স্থানীয় সাংবাদিক লাঞ্ছিত হয়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, আদালতের নথি এখনো থানায় পৌঁছেনি। নথি পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

(আরকেপি/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)