কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৩৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার আধা পাকা ঘর এবং জমি পেয়েছেন। 

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, আর ডিসি অর্ণব দত্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল সহ বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কটিয়াদী প্রেস কøাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।

উপকারভোগী প্রতিটি পরিবারকে ঘরের চাবি, ২ শতক ভূমির দলিল, নাম জারির পত্র ও গৃহ হস্তান্তর সনদ প্রদান করা হয়।

(ডিডি/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)