আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় গত কয়েক দিনের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীত ও কুয়াশার কারনে নিম্ন ও মধ্যবিত্ত ঘরের লোকজন ঘর থেকে বের হতে না পেরে মহাবিপাকে পরেছে। দিন মজুররা কাজের জন্য ঘর থেকে বের হতে পারছে না।

তীব্র শীতের কারনে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়েও শীত নিবারণ করছে। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে রাস্তার পাশে পুরনো কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। শীতজনিত রোগে শিশু এবং বয়োবৃদ্ধদের রোগবালাই বেড়েই চলছে। ঘন কুয়াশায় জমির রোপিত বীজ ধান পুড়ে যাচ্ছে। শীতের কারনে সন্ধ্যার পরপরই রাস্তা-ঘাট ও হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)