নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে একটি শিল্প কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বন্দরের মদনপুর এলাকাতে অবস্থিত পারটেক্স গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।

সকালে কারখানার কয়েক শ শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মদনপুর এলাকায় অবরোধ সড়কের ওপরে বসে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

পুলিশ প্রথমে শ্রমিকদের সড়ক ছেড়ে ওঠে যাওয়ার জন্য বলে। শ্রমিকরা না যাওয়ায় সকাল সাড়ে ৮টায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে।

এ সময় শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ২০ জন আহত হয়।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সাড়ে ৯টায় মহাসড়কে যান চলাচল শুরু হয়।

(ওএস/এটিআর/আগস্ট ২৩, ২০১৪)