বিশ্বজিৎ বসু

তোমাকে প্রণতি কবি, তুমি কিংম্বদন্তী!
মধু নামেতে তুমি বাংলায় কপোতক্ষ তীরে!
চঞ্চল, তেজী, তেজোদিপ্ত যেন আগ্নেয়গীরি;
মেধায় অনন্য, কবিশ্রেষ্ঠ তুমি, মহাকবি,
নিজ সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ, তুমি স্রষ্টা।
অমিত্রাক্ষর ছন্দ খচিত রাজমুকুট শিরে তুমি
অমিত্রাক্ষর শিরোমনি। নটশ্রষ্টা-নাট্যগুরু তুমি
নাটরাজ। সনেটে তিলোত্তমাসম, ছন্দে
ছন্দবন্ধো, জীবনে ভেঙ্গে ফেলা একটি সনেট-
রাজনারায়ণপুত্র পুত্ররত্ন শ্রেষ্ঠ, মাতা-
জাহ্নবী দেবী-রত্নগর্ভা। কপোতক্ষ তীরে
সাত সাগরা তুমি সাগরদাড়ি সন্তান।
প্রণাম তোমাকে প্রিয় মধুসূদন!