মাগুরা প্রতিনিধি : মাগুরায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাজারে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত প্রামাণিক। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। জেলা প্রশাসনের তত্বাবধানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এটির বাস্তবায়নে রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ।

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভের আঞ্চলিক ব্যবস্থাপক আলিয়ার রহমান জানান, দেশের বিভিন্ন জেলায় এ ধরণের নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করেছি। এখানে ক্রেতারা রাসায়নিক সার ও বিষমুক্ত সবজি কিনতে পারবেন। মাগুরা জেলায় আমাদের ২০ জন কৃষক তাদের ক্ষেতে জৈব সার ও ফেরোমন ট্রাপ ব্যবহার মাধ্যমে উৎপাদিত সবজি এখানে বিক্রয় করা হবে। যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)