নোয়াখালী প্রতিনিধি : করোনা কালীন সময়ে খাস জমি বন্দোবস্ত এবং ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় নোয়াখালী সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে সেমিনার।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে নিজেরা করি চরজব্বার অঞ্চল।

নিজেরা করি সংগঠনের মাঠ কর্মি আয়েশ সিদ্দিকা লাকি'র সঞ্চালনায় এবং নিজেরা করি কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান
ইভেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, চরজব্বার থানা ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিল খলিল, জেলা নোয়াখালী জেলা আওয়ামি লীগ নেতা ডাক্তার আব্দুর রব, নোয়াখালী জেলা নারী অধিকার সংগঠনের কর্মকর্তা লায়লা পারভিন, চরক্লার্ক চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, রিডোর কর্মকর্তা সিরাজ হায়দার বেলাল, অন্যাদেও মধ্যেবক্তব্য রাখেন নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় সংগঠক ইব্রাহিম খলিল, ভূমি নেত্রী আমেনা বেগম, মেরিনা বেগম, আজিফা খাতুন, অঅবুল হাশেম, নুর উদ্দিন প্রমূখ।

(এস/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)