পাবনা প্রতিনিধি : স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট সংসারটা সুখের হওয়ার কথা ছিল পাবনার শামসুল আলম বাচ্চুর। কিন্তু মাদকের থাবা ভেঙ্গে দিয়েছিল তার ও তার পরিবারের সেই স্বপ্ন। মাদকের ছোবলে সহায় সম্বল হারিয়েছেন, একাধিক মামলায় খাটতে হয়েছে জেলও সেই জীবনে ফিরে তাকাতে চান না সেই লোকটি। সেলাই মেশিনে হাত রেখে চলতে চান নতুন পথে। নিজের বাড়িতেই টেইলার্স স্থাপন করে নতুন জীবনে ফিরে যেতে চান। সেই অঙ্গিকার করে কারা কর্তৃপক্ষের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন ও  সমাজ সেবা অধিদপ্তর, পাবনার সহায়তায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে একটি সেলাই মেশিন পেয়েছেন মোঃ শামসুল আলম বাচ্চু। তিনি পাবনা জেলার সদর থানাধীন ছাতিয়ানী মধ্য পাড়া গ্রামের মৃত আকুন শেখের ছেলে। মাদক না খাওয়াসহ ৫ টি শর্তে তিনি এই সেলাই মেশিন পেয়েছেন।

পাবনার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কবীর মাহমুদ ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল রহিম লাল সেলাই মেশিনটি ২৫/০১/২০২১ ইং তারিখ কারাগার পরিদর্শনকালে তার হাতে তুলে দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহিদ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, সমাজ সেবা অধিদপ্তর, পাবনার উপ-পরিচালক জনাব রাশেদ কবির, জেল সুপার জনাব মোঃ শাহ আলম খান উপস্থিত ছিলেন।

(আর/এসপি/জানুয়ারি ২৬, ২০২১)