চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টা পার হলেও ভোটারদের দেখা মিলছে না ভোটকেন্দ্রে। তবে কেন্দ্রের বাইরে দলীয় কর্মীদের জটলা দেখা গেছে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) চান্দগাঁও ওয়ার্ডের সিডিএ স্কুল এন্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি ভোটকেন্দ্রের চিত্র এটি।

এই কেন্দ্রেও ভোটারের কোনো লাইন দেখা যায়নি। তবে বাইরে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জটলা দেখা গেছে।

তবে সকাল ১০টা পর্যন্ত এই ভোটকেন্দ্রে ৩০টির মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।

এই কেন্দ্রে মাত্র ২ জন ভোটারের দেখা মিললেও কেন্দ্রের বাইরে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জটলা দেখা গেছে।

এ সময় ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত কচি তাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। তিনি জানান, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম। হয়তো দুপুরের দিকে সবাই আসবেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মোরশেদ আলম জানান, সিডিএ স্কুল এন্ড কলেজ সেন্টারের ৮টি বুথে ৩০৮২ জন ভোটার রয়েছেন। সকাল থেকে এ পর্যন্ত ১৫২টি ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি।

(জেজে/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)