ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

২৬ জানুয়ারি রাতে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত বহিষ্কার আদেশ সূত্রে জানা যায়, আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হাবিবুর রহমানের নৌকা প্রতীকের বিরুদ্ধে ভূমিকা পালন করায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বর্তমান মেয়র আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও যুগ্ম- সাধারণ সম্পাদক বজলুর রহমানকে পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কার আদেশ ঘোষণার পর থেকে তারা আওয়ামীলীগের কেউ নন বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক বজলুর রহমান বহিষ্কার আদেশের ব্যাপারে প্রতিক্রিয়ায় বলেন, বহিষ্কার আদেশ এখনও হাতে পাইনি। যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমাদের গোচরীভূত হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ঈশ্বরগঞ্জে প্রচারণা করতে আসার পর থেকে তার নির্দেশে আমরা নৌকার পক্ষে কাজ করছি। কিন্তু আমাদের কোন কারন দর্শানো ছাড়াই বহিষ্কার আদেশ সম্পূর্ণ সাংগঠনিক পরিপন্থি এবং আমাদেরকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একাজটি করা হয়েছে।

যুগ্ম-সম্পাদক বজলুর রহমান আরো বলেন, আমি নৌকার বিপক্ষে কাজ না করার পরও আমাকে বেআইনীভাবে বহিষ্কারের পত্র দেওয়া হয়েছে অথচ ২০১৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হাবিবুর রহমান প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের পক্ষে নৌকার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। তখন তাকে বহিষ্কার করা হয়নি।

তিনি আওয়ামী পরিবারের কোন লোক নন। ঈশ্বরগঞ্জে ৫টি শহীদ পরিবারের মধ্যে আমি একটি পরিবারের সন্তান। আমাদের রক্তের বিনিময়ে এদেশ এই দল। শহীদের রক্তে স্বাধীন এই দেশে স্বাধীনতা বিরোধীরা প্রতিষ্ঠিত হচ্ছে আর বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরা তাদের হাতে বারবার লাঞ্চিত হচ্ছে। যদি এভাবে স্বাদীনতার পক্ষের শক্তিরা লাঞ্চিত অপমানিত হতে থাকে তাহলে একদিন বাংলাদেশ আওয়ামীলীগ করার মতো কোন নেতা খুঁজে পাওয়া যাবে না।

(এন/এসপি/জানুয়ারি ২৭, ২০২১)