মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : নেতাদের উপর হামলার অভিযোগ এনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির ভোট বর্জনের মধ্যদিয়ে বেশ শান্তিপূর্ণ পরিবেশে চলছে মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। 

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে একযোগে শুরু হয় পৌর এলাকার ১৮টি ভোট কেন্দ্রের ১২৫টি বুথে ভোট গ্রহণ কার্যক্রম, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

সকাল সাড়ে ৮টার দিকে ৫ নং ওয়ার্ডের বাজার স্কুল কেন্দ্র গিয়ে দেখা যায় ব্যাপক ভোটার উপস্থিতির দৃশ্য। ওই কেন্দ্রে প্রায় ১২০ ফুট দীর্ঘ পৃথক লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের উপস্থিতি ছিলো চুখে পড়ার মতো।

ওই কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন কলেজ শিক্ষার্থী পারভিন আক্তার। চোখে-মুখে প্রথম ভোট দেয়ার উচ্ছাস বিরাজ করতে দেখা যায় এই ভোটারের। এক প্রতিক্রিয়ায় শিক্ষার্থী পারভিন আক্তার বলেন, জীবনের প্রথম ভোট দিতে এসেছি, অন্যরকম আনন্দ লাগছে।

শুধু বাজার স্কুল নয়, পৌর এলাকার সবকটি ভোট কেন্দ্রেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি দেখা যায়।

এদিকে নৌকার মেয়র প্রার্থী মোঃ ফজলুর রহমান নিজ কেন্দ্র বড়হাট আবু শাহ (রঃ) দাখিল মাদ্রাসায় সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরুর সাথে সাথে ভোট দেন। এর পর তিনি বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন।

অপরদিকে ভোটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বেশি তৎপর দেখা গেছে পুলিশ, র্যাবসহ বিজিবি সদস্যদের।

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।

নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পূরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪ টি ভোট কেন্দ্র থেকে বাড়িয়ে ১৮ টি কেন্দ্র করা হয়েছে। যাতে ১২৫ টি বুথ রয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)