মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র ফজলুর রহমান দ্বিতীয়বারের মতো ১৩ হাজার ৭শত ভোট পেয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত ধানের শীষের মেয়র প্রার্থী অলিউর রহমান পেয়েছেন ৩হাজার ৭শত ৩২ ভোট। 

শনিবার (৩০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন পৌরসভা নির্বাচনের দ্বায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।

এদিকে শনিবার সকাল ৮ টা থেকে একযোগে শুরু হয় পৌর এলাকার ১৮টি ভোট কেন্দ্রের ১২৫টি বুথে ভোট গ্রহণ কার্যক্রম, চলে টানা ৪টা পর্যন্ত। আর পৌর নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলে। প্রতিটি ভোট কেন্দ্রেই তৎপরতা দেখা গেছে পুলিশ, র‌্যাবসহ বিজিবি সদস্যদের।

নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পূরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন।

(একে/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)