আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌর নির্বাচনে বিজয়ী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মন্ডল বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগণের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার সকালে পাংশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জীবন কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু প্রমুখ।

উপস্তিত নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় করেন নব নির্বাচিত পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি পৌর বাসির ভালোবাসায় শিক্ত, আপনারা আমাকে আপনাদের মহা মুল্যবান ভোট দিয়েছেন।আমি আপনাদের দীর্ঘ দিনের যে সমস্যা ছিলো সেটা নিরোশনের চেষ্টা করবো। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)