বগুড়া প্রতিনিধি : সাংস্কৃতিক সংগঠন ভোর হলো এবং লিটল থিয়েটার-এর যৌথ আয়োজনে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বগুড়ায় শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। 

পিঠা উৎসবের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন ভোর হলো'র সভাপতি তাসলিমা বেগম এবং লিটল থিয়েটারের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সহ গণ্যমান্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

পিঠা উৎসবে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পিঠার পসরা নিয়ে স্টল দেয়া হয়েছে। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে পিঠা উৎসবে বাঙালি সংস্কৃতির আবহমান কালের নানান ধরনের পিঠার সমারোহ লক্ষ্য করা গেছে। বিকেলে আয়োজনে রয়েছে আলোচনা ও সমাপনী পর্ব। করোনা মহামারীকালে আয়োজনের মূল শ্লোগান "অন্ধকারের অচলায়তন ভেঙে এসো মিলি সংস্কৃতির বন্ধনে"।

(আর/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২১)