বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রবিবার (৭ ফেব্রুয়ারি) টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বগুড়ায় উদ্বোধনী কর্মসূচিতে প্রথম টিকা নেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। 

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি-জামান নিকেতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা, সিভিল সার্জন গাওসুল আজিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টিকা নেওয়ার পর জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, জেলায় প্রথম টিকা নিতে পেরে তিনি খুব আনন্দিত। তাঁর কোন সমস্যা হচ্ছে না এবং পুরোপুরি সুস্থ আছেন।

উল্লেখ্য, বগুড়া সদর উপজেলায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালসহ এই চারটি কেন্দ্রের ১৮টি বুথে করোনার টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়াও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও টিকা প্রদান শুরু হয়েছে। বগুড়ায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল ভিত্তিক প্রতিটিতে ৩টি করে ১১টি উপজেলায় মোট ৩৩টি বুথ খোলা হয়েছে।

জানা যায়, শনিবার পর্যন্ত ১২ টি উপজেলায় ৬ হাজার ১শত ৬১জন টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। বগুড়ায় এ পর্যন্ত ১০ হাজার ৮০০ ভায়াল টিকা পাঠানো হয়েছে। প্রতি ভায়ালে ১০ জন হিসেবে মোট ১ লাখ ৮ হাজার মানুষকে এই টিকা দেয়া সম্ভব।

সিভিল সার্জন মোঃ গওসুল আজিম জানান, রেজিস্ট্রেশনের ভিত্তিতে সরকারি নির্দেশনা মাফিক ফ্রন্ট লাইনাররা আগে টিকা পাবেন। এরমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা পাবে।

(আর/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)