বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের ভরিপাশা-নুরাইনপুর খেয়াঘাট এলাকা থেকে আজ রবিবার সকালে আমির হোসেন গাজী (৪৫) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ভরিপাশা গ্রামের মৃত. ফজর আলী গাজীর ছেলে ও কালিশুরী বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক।

নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের পাশে একটি রেইনট্রি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে বাউফল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সম্প্রতি লন্ডন প্রবাসী এক বাংলাদেশি ছেলের সঙ্গে বড় মেয়ে শারমিন আক্তারের বিয়ের পর ওই ছেলের গোপনে আরো দুই স্ত্রী থাকার কথা জানতে পেরে আমির হোসেন অভিমানে আত্মহত্যা করছেন বলে স্থানীয়দের ধারণা। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
(এমএবি/এএস/আগস্ট ২৪, ২০১৪)