লাইফস্টাইল ডেস্ক : আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে। বসন্ত রাঙা ফাগুনের কোনো একদিনে হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লিখেছিলেন। 

বসন্ত আসতে বাকি আর মাত্র কয় দিন। ওই দিন গাইবে সবাই বসন্তের গান ‘বসন্ত এসে গেছে’। সাজবে সবাই নতুন সাজে। বসন্তের এই আগমনে শীতকালে ঝরে পড়া পাতার ফাঁকা জায়গা পূরণ করতে গাছে গাছে আবার গজাবে নতুন পাতা। প্রকৃতি ছেয়ে যাবে সবুজ পাতায়।

বসন্তে পাতার ফাঁকে বসে কু-হু-কু-হু গান ধরবে কোকিল। ফুলে ফুলে ভরে যাবে গাছগাছালি। ফুটবে লাল টুকটুকে পলাশ। বসন্তকে সামনে রেখে দেশের নানা পেশাজীবী মানুষ মাতবেন বসন্তবরণ উৎসবে।

বসন্তের আগমনে শীতকালে ঝরে পড়া পাতার ফাঁকা জায়গা পূরণ করতে আবার গজাবে নতুন পাতা। প্রকৃতি ছেয়ে যাবে সবুজ পাতায়। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সাজছে বর্ণিল সাজে।

বসন্তের আগমনে শীতকালে ঝরে পড়া পাতার ফাঁকা জায়গা পূরণ করতে আবার গজাবে নতুন পাতা। প্রকৃতি ছেয়ে যাবে সবুজ পাতায়। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে সাজছে বর্ণিল সাজে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২১)