টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুনের নেতৃত্বে আসামীদের কারাদ- দেওয়া হয়। এসময় র‌্যাব-১২ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান উপস্থিত ছিলেন। 

ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন জানান, হাসপাতালে সেবা নিতে আসা রোগিদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদের মধ্যে মো. রেজাউল করিম (৪৫), মো. লুৎফর রহমান (৫০), মো. রমজান আলী (৪২), মো. শামীম আল মামুন (৪০), মো. রাজন (৩৭) ও মো. আমিনুর রহমানকে (৩৬) সাত দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। এ ছাড়াও বিপ্লব বর্মন (৪২) ও মো. আমিনুল ইসলামকে (৪২) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২১)