স্টাফ রিপোর্টার : অপপ্রচারের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।

বুধবার উপজেলার বাদাঘাট বাজারে গেজেটভুক্ত ও জামুকা স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদেও পরিবারের সদস্যগণের অংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, ব্যাক্তিগত আক্রোশ, অনৈতিক সুবিধা না দেয়ায় গেজেটভুক্ত ও জামুকা স্বীকৃতিপ্রাপ্ত প্রয়াত এক প্রয়াত বীর মুক্তিযোদ্ধাসহ প্রকৃত সাত বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অহেতুক মিথ্যচার, বিভ্রন্তিকর তথ্য উপস্থাপন করে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের ব্যানারে একটি চক্র অপ প্রচার চালাচ্ছে।

মুক্তিযোদ্ধা তালিকা হতে ষড়যন্ত্রমুলক ভাবে বাদ দেয়ার অংশ হিসাবে বিগত সপ্তাহে ওই চক্রটি উপজেলা সদরে মানববন্ধন কর্মসুচী পালনের মধ্যদিয়ে তাদের ফায়দা হাসিলে অপতৎপরতা দেখিয়েছেন। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাগণ এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

বুধবারের মানববন্ধন কর্মসূচী পালনকালে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ছাড়াও অপর ছয় বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সদস্যসহ উপজেলার ৩০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উত্তর শ্রীপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলখাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা যাদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জলিল খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২১)