জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : অমর ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পর্ঘ অর্পণ করেন জকিগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সুর্যোদয়ের সাথে সাথে পতাকা বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিতপতাকা উত্তোলন। বেলা ১১টায় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুস নাসের, আওয়ামীলীগ নেতা এমএজি বাবর, কিবরিয়া কেফায়েতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

(এসপি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)