রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা নিয়ে গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এই সভা হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।

এতে বক্তারা বলেন, গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য সুবিধাজনক ও সাশ্রয়ী। আগে ছোটখাটো বিষয় নিয়েও জনসাধারণকে আদালতে যেতে হতো। এখন গ্রামের সাধারণ জনগণ গ্রাম আদালতের শরণাপন্ন হয়ে সুষ্ঠু বিচার পাচ্ছে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২১)