এম এ হীরা, গোয়ালন্দ রাজবাড়ী : রাসুল (সা) এরশাদ করেন যে ব্যাক্তি এতিমদের সহোযগিতা করবেন বেহেস্তে সে আমার পাশাপাশি অবস্থান করিবে ।  সাংবাদিক ফাহিম এর মাদ্রাসা সম্পর্কে বিবরণ দিলেন তিনি-  আপনাদেরই প্রিয় বড় ভবানিপুর দেওয়ানপাড়া হাফেজীয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এ তৃতীয় তলা ভবন নির্মান কাজে আপনিও শরিক হতে পারেন।

আসছে পবিত্র রমজান মাস এতিমদের ঘড় নির্মানে সহোযগিতা করতে পারেন। রমযানে এক টাকা দান করলে ৭০ টাকার সাওয়াব পাওয়া যায়।

এই ঘড় নির্মানে এবং জমি ক্রয়ে এই পথচলা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ পথ পারি দিয়ে ২০২০ সালে আপনাদের মাদ্রাসার নিজিস্ব জমি ৩৯ শতাংশ। ২ টি শ্রেণি পাকা ঘড় আর এখন চলছে তুতীয় তলা ভবনের কাজ।

দঃখের বিষয় হলো এই করোনা ভাইরাসের কারনে মাদ্রাসার ৫৫ জন ছাত্র অধিকাংশ এতিম।

এর মধ্য এমন এতিম আছেন যাদের মাদ্রাসা ছুটির পরেও যাওয়ার যায়গা নাই।

তাদের কথা চিন্তা করেই কতৃপক্ষ এই কাজে হাত দিয়েছিলেন। কিন্ত এখন নিচের সব কাজ শেষ হলেও ভবনের রড গুলো লো জং ধরে নষ্ট হতে চলেছে। দেশ বিদেশের এমন কেউ আছেন কি এই ভবন নির্মানে কাজে সহযোগীতা করতে?

যোগাযোগ :প্রতিষ্ঠাতা সভাপতি, ডি, এম ফাহিমুর রহমান (সাংবাদিক), মোবাইলঃ বিকাশ ০১৭১২৭৯৪৪১৮ অথবা ক্বারী আব্দুস সালাম, মোবাইলঃ০১৭১৫৮৬৯৩০৫ মাদ্রাসার, ব্যাংক একাউন্ট নং স্যান্ডার্ড ব্যাংক A/CIVO- 20934001021

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২১)