রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে ফসলে কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগে নকল কীটনাশক জব্দ করেছে কৃষি প্রশাসন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে (৯টায়) উপজেলার পানাতিয়া পাড়া বাজারে লিটনের দোকান থেকে নকল কীটনাশক জব্দ করা হয়।

নকল কীটনাশক বিক্রেতা লিটন গোয়াল গাঁও পশ্চিম পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেন অভিযান চালিয়ে ওই দোকান থেকে সিনজেনটা কোম্পানির দেড় শ প্যাকেট নকল কীটনাশক জব্দ করেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, ফসলে কীটনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগে মাঠ পর্যায়ে এর গুণগত মান যাচাই করা হয়। পরে আমরা বুঝি যে, ব্যবহারকৃত কীটনাশক নকল। কৃষকরা যে দোকান থেকে এই নকল কীটনাশক কিনেছেন সেই দোকানে আমরা অভিযান চালাই। অভিযানের সময় ওই দোকানে উপস্থিত হয়ে সিনজেনটা কোম্পানির সেলস প্রমোশন অফিসার আল-আমীন ও উপজেলা মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. মুসলিম শনাক্ত করে করেন যে, ওই দোকানে সিনজেনটার কীটনাশকগুলো নকল।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান, নকল কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২১)