দিলীপ চন্দ, ফরিদপুর : আগামী ৫ই মার্চ ফরিদপুরের ঐতিহ্যবাহী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮৭২ জন ব্যবসায়ী ভোটার তাদের ৩ বছরের নেতা নির্বাচিত করবেন।

নির্বাচনকে ঘিরে ফরিদপুর চকবাজার এলাকা এখন উৎসব মুখর। স্ব স্ব পদের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা করছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ মাসুদুল হক ও চৌধুরী গোলাম নবীন, সহ-সভাপতি পদে প্রার্থীতা করছেন এ.কে.এম কিবরিয়া স্বপন, মোঃ মতিউর রহমান নান্নু, দিপক কুমার সাহা, এ্যাডভোকেট স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক পদে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামচুল আলম চৌধুরী ও অনিল সাহা ধলা, যুগ্ম সম্পাদক পদে মোঃ মুরাদ হোসেন, উজ্জ্বল সাহা, ফারুক হোসেন ও সুমন দে, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র বিশ্বাস ও অর্থ সম্পাদক মোঃ রনি শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে সিতাংশু কুমার মিত্র ও দুর্গা প্রসাদ সাহা, ক্রীড়া, সাংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক পদে জাকারিয়া মৃধা, বিশ্বনাথ সাহা ও আকন্দ মোঃ আমিনুল ইসলাম (সুজা), নির্বাহী সদস্য পদে এস.এম ইসাহাক, রমেশ চন্দ্র দাস, মাধব চন্দ্র দাস, সনজিৎ কুমার বিশ্বাস (জিৎ), স্বপন কুমার সাহা, নিমাই চন্দ্র সাহা, মোঃ ফারুক হোসেন, মোঃ বোরহান মিয়া, শম্ভু শীল, আব্দুল জব্বার জমাদার, মোঃ আবু সাইদ জাকারিয়া।

৫ই মার্চকে সামনে রেখে প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করেছেন। এই বাজার বণিক সমিতির নির্বাচন স্থানীয় রাজনীতিতেও প্রভাব বিস্তার করে থাকে। ভোটাররা চাচ্ছেন প্রকৃত দুঃসময়ে ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যাদেরকে সক্রিয় ভাবে পাওয়া যায় তাদেরকেই নির্বাচিত করবে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২১)