আশরাফুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা শহরের পুরাতন ঘাঘট নদীর পাড় দখল মুক্ত রাখতে ও ঘাঘট লেক নির্মাণের লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

জেলা প্রশাসন উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সহযোগিতায় আজ ২৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টায় শহরের এ্যাকোয়ারষ্টেট পাড়া সংলগ্ন পুরাতন ঘাঘট নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি এস এম ফয়েজ উদ্দিন।

অভিযানের এলজিইডি নিযুক্ত শ্রমিকরা হ্যামার দিয়ে চিহ্নিত এলাকা ঠিক রেখে অবৈধ স্থাপনাগুলো ভাঙতে শুরু করে। এসময় দখলদাররা তাদের বাসার আসবাবপত্র স্ব-উদ্যোগে সরিয়ে নিতে থাকে। এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রাফিউল আলম, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লাসহ অন্যান্যরা।

(এ/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)