স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মদের দাবিদাওয়া বাস্তবায়নের বৃহত্তর স্বার্থে তাদেরকে একটি ঐক্যবদ্ধ প্লাটফরমে একত্রিত করার লক্ষ্যে একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ স্বতঃপ্রণোদিত হয়ে একটি প্রয়াস গ্রহণ করেছেন ।

সে-লক্ষ্যে তিনি দেশের বহুধা বিভক্ত সব উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করছেন । এ প্রক্রিয়ার অংশ হিশেবে আজ ২৭ ফেব্রুয়ারি একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তিনি বীর মুক্তিযোদ্ধা সন্তান অহিদুল ইসলাম তুষারের নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠনের সাথে ফলপ্রসূ মতবিনিময় করেন ।

এসময় সেখানে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের অন্যান্য সদস্য মুক্তিযোদ্ধা সন্তান শিবলী ফোরকান, সাঈদ খান দুখু ও হাজী বাবলু মিয়াসহ একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আশালতা বৈদ্য, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, কাজী লিয়াকত আলী, আবুল হোসেন, তপন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন ।

(এ/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)