ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : রাফিকা আকতার জাহান বেবি নৌকা প্রতীক নিয়ে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের রশিদুল হক সরকার পেয়েছেন ১০ হাজার ৯৭৫ ভোট । ভোট বর্জনের ঘোষণা দেওয়া জাপা প্রার্থী লাঙল প্রতীকের সিদ্দিকুল আলম পেয়েছেন ৯ হাজার ৬৩৩, ইসলামী আন্দোলনের নুরুল হুদা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৪৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি ১ হাজার ৮৯ ভোট । দিন শেষে সন্ধ্যা সাতটার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ফজলুল করিম ।

তিনি জানান, ভোট পড়েছে শতকরা ৫৬ ভাগ ৪১টি ভোটকেন্দ্রে ভোটার ছিলেন ৯৩হাজার ৮৯৩জন। নির্বাচিত হওয়ার পর নতুন মেয়র আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ।

দেওয়ান কামাল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, স্বতস্ফুর্ত ভাবে ভোটাররা ভোট দিয়েছেন নৌকার প্রার্থীকে। আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত জেনে বিরোধী দলের প্রার্থীরা বিভ্রান্তি ছড়িয়েছেন। নৌকা নির্বাচিত হওয়ায় এই এলাকার উন্নয়নে বিশেষ অগ্রগতি আসবে।

(কে/এসপি/মার্চ ০১, ২০২১)