নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ৩০০ জন হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ হিসেবে ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট বালিকা বিদ্যালয়ের হলরুমে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে কোভিড-১৯ কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম, প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, প্রধান শিক্ষক মো.তরিকুল ইসলাম, জুনিয়র অফিসার আনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার হুমায়ুন সরকার প্রমুখ।

এ ব্যাপারে বিমল কুমার রুরাম বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত উপজেলার আলমপুর, ধামইরহাট, জাহানপুর, উমার ও ধামইরহাট পৌর এলাকার হতদরিদ্র ৩০০ পরিবারের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

(বিএস/এসপি/মার্চ ০১, ২০২১)