নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই রানীনগর) আসনের সাবেক এমপি ইসরাফিল আলম কর্তৃক জোরপূর্বক দখলকৃত জমিগুলো ফেরতের দাবীতে সোমবার সকালে মানববন্ধন করেছে কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এদিন সকালে নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর গ্রামে নওগাঁ-নাটোর সড়কে ঘন্টাকাল ব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের মধ্যে সাদেকুল ইসলাম, দেলবর হোসেন, খলিলুর, ফরিদুল প্রমুখ।

বক্তারা বলেন, তাদের পৈত্রিক জমি ইসরাফিল আলম জোর পূর্বক দখল করে জমি নিয়ে নেয়। তারা অনেক কাকুতি মিনতি করেও জমিগুলো ফেরত দেয় নাই বা জমির দাম বাবদ কোন টাকাও দেয় নাই। বরং জমি দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে পুলিশ দিয়ে মারপিট করে মাদক, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়। প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও কোন লাভ হয়নি। তারা অবিলম্বে তাদের পৈত্রিক জমিগুলো ফেরতের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

(বিএস/এসপি/মার্চ ০১, ২০২১)