আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” শ্লোগানকে সামনে রেখে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। 

পুলিশ লাইন্সে দায়িত্বপালন করতে গিয়ে বিভিন্ন সময় বরিশালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে সোমাবার সকাল দশটায় পুস্পার্ঘ অর্পনের মাধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান প্রথমে পূস্পার্ঘ অর্পন করেন। পরে জেলা পুলিশ লাইন্সের ড্রীল সেড মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা স্মারন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি শফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন।

সবশেষে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্বপালন করতে গিয়ে বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকার ৩৭ জন নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/মার্চ ০১, ২০২১)