জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের উদ্যোগে জাবিদ আহসান সোহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি যুব ও তরুণ সমাজকে মাদকমুক্ত থাকার জন্য খেলাধূলার প্রতি সবাইকে মনোযোগ দিতে আহ্বান জানান। তিনি বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম নূরু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহানগর আ. লীগের সাংগঠনক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী থানা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, মহানগর আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেনের পৃষ্ঠপোষকতায় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ আহসান উল্লাহ মাস্টার গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শ্যামল, জাবিদ আহসান সুহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আহ্বায়ক ফিরোজ আহমেদ, সদস্য সচিব নূর মোহাম্মদ প্রমুখ।

খেলা শেষে জাবিদ আহসান সোহেল স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

(জে/এসপি/মার্চ ০১, ২০২১)