আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে “বীজআলু উৎপাদন,সংগ্রহ,সংরক্ষন, মাননিযন্ত্রন ও বালাই ব্যবস্থাপনা” শীর্ষক চাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপপরিচালক (টিসি), বিএডিসি ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্প বিএডিসি ঢাকার অর্থায়নে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও বিএডিসির ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (মান নিয়ন্ত্রন) বিএডিসি রংপুর জুলফিকার মো: সারোয়ার জাহান, উপপরিচালক (টি:সি:) বিএডিসি হিমাগার ঠাকুরগাঁও উৎপল কুমার সাহা ও উপ সহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপপরিচালক( ক: গ্রো:) বিএডিসি ঠাকুরগাঁও ফারুক হোসেন, উপপরিচালক (বী: উ:) ঠাকুরগাঁও তাজুল ইসলাম ভুইয়া, উপপরিচালক (বী: প্র:) ঠাকুরগাঁও মোর্তজা রাশেদ ইকবাল।

প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে কৃষকদের সাথে যুক্ত ছিলেন যুগ্ন পরিচালক(মান নিয়ন্ত্রণ) বিএডিসি ঢাকা সুভাষ চন্দ্র ঘোষ এবং প্রকল্প পরিচালক ( মাবীউকৃবিপ্র) বিএডিসি ঢাকা আবীর হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

(আই/এসপি/মার্চ ০২, ২০২১)