এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে জুয়া খেলা অবস্থায় এবং নগত ২৫ হাজার একশত টাকা ও এক বান্ডিল (৫২ পিছ) তাস সহ ৮যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) সকালে এক এজহারে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোচেন মন্ডল পাড়ার জনাব আলী সরদারের ছেলে আমিরুল সরদার (২৮), কিয়ামউদিন মোল্লার পাড়া গ্রামের ইয়াকুব শেখের ছেলে আফতাব শেখ (২৫), তোতা মোল্লার ছেলে সাহাদৎ মোল্লা (৩২), মৃত জনাব আলী মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২৫), মৃত মকবুল সরদারের ছেলে ওসমান সরদার (৩২), গফুর মোল্লার পাড়া মৃত শুকুর আলী মন্ডলের ছেলে মাসুদ মন্ডল (৩৫), আফছার আলীর ছেলে আল আমিন (৩৫), ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তারাইল গ্রামের মৃত গিয়াস উদ্দিন প্রামানিকের ছেলে টিটু প্রামানিক (৩২)।

থানা পুলিেশর সূত্রে জানাযায়, ২ মার্চ মঙ্গলবার ভোর ৬টায় এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া নুরু মন্ডলের পাড়া আজিম শেখের বসত বাড়ির ঘরের মধ্য হইতে নগত টাকা, তাস সহ হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের জুয়া আইনে ৩/৪ ধরায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে নন এফ আই আর প্রসিকিউশন নং-৫/২১ ধারা ১৮৬৭ জুয়া আইনে ৩/৪ ধারা মোতাবেক বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে অত্র প্রসিকিউশন দাখিল করি, স্বাক্ষীগণ ঘটনার সত্যতা প্রমাণ করবে

(এইচ/এসপি/মার্চ ০২, ২০২১)