জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : এফআইভিডিবি সুচনা কর্মসুচী গতকাল মঙ্গলবার জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক কিশোরী সমাবেশের আয়োজন করে। 

কিশোরীদের উৎপাদিত ও প্রস্তুতকৃত বিভিন্ন পন্যের প্রদর্শণ ছাড়াও অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি, গান, নৃত্য, একক ও যৌথ অভিনয় এবং বাল্য বিবাহ প্রতিরোধী নাটিকা মঞ্চায়ন করে কিশোরীরা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য সাজনা সুলতান হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, সমাজ সেবা কর্মকর্তা বিনয় ভুষন দাস, মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী। সুচনা কর্মসুচীর গভর্নেন্স ও কমিউনিটি ডেভেলাপম্যান্ট অফিসার মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কো-অডিনেটর জাকির হোসেন।

তিনি বলেন, সুচনা কর্মসুচী কিশোরীদের জীবন দক্ষতা, পুষ্ঠি ও প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহণ ক্ষমতায়ন, সিন্ধান্ত গ্রহণ জীবনমান উন্নত করতে কাজ করে যাচ্ছে।

(এসপি/এসপি/মার্চ ০২, ২০২১)