দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ফরিদপুর ডিবি পুলিশ মাদক দ্রব্যসহ অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের গোয়ালচামট হোটেল হোয়াইট প্যালেজ, হাজী শরীয়তুল্লাহ বাজার সংলগ্ন নিউ নূর হোটেলসহ কানাইপুরের ঈগল হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় ১৩ জনকে আটক করা হয়।

এছাড়া পশ্চিম আলীপুর থেকে তিন বোতল ফেনসিডিল সহ মোঃ রানা মুন্সী (৩৫) ও ১২ হাজার টাকার গাজাসহ বায়তুল আমানের মোঃ সাত্তার বিশ্বাসকে আটক করা হয়।

আবাসিক হোটেল থেকে আটক হওয়া ব্যক্তিরা হলেন সালথা ভাওয়ালের মোঃ মুন্না মাতুব্বর (৩২), ডোমরাকান্দির আবুল কালাম আজাদ (৩৮), খোদাবক্স রোডের শুভ কাজী (২৮), দক্ষিণ আলীপুরের সন্তোষ সাহা (৫৫), ডামুদী নারায়নগঞ্জের শুভ আহমেদ (২৬), মির্জাগঞ্জ পটুয়াখালীর মাসুম হাওলাদার (২৫), ধুনচি রাজবাড়ীর মেহেদী হাসান (৩২), মীরের সরাই চট্টগ্রামের নাইমা ইসলাম (২৫), সর্প মাইরা কিশোরগঞ্জের সাদিয়া (২৫), ভাওয়াল সালথার রেহেনা আক্তার (২৯), নগরকান্দার মীরের গ্রামের হাসি বেগম (৩০), গলা চিপা পটুয়াখালীর মায়া বেগম (৩০), মদনপুর বাজার নেত্রকনার সাথী আক্তার (১৯)।

ডিবি ওসি সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে এ.এস.আই রাশেদুল ইসলাম, শাহজাহানসহ ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধ আইনে পৃথক পৃথক মামলা রোজু হয়েছে। বুধবার কোতয়ালী থানা পুলিশের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করেছে।

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০২১)