মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে তোষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোর হ্যাচারী পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার কাইটাইল ইউনিয়নের রামপুর (কান্দা পাড়া) গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে কামরুল হাসানের হ্যাচারী ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ২ হাজার হাঁসের বাচ্চা, ১৪ হাজার ডিম ও ঘর পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল, ইউপি আওয়ামীলীগ সভাপতি লিয়াকত আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ সময় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র হ্যাচারী মালিকের অপূরণীয় ক্ষতিতে মর্মাহত হয়ে সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরণের সহযোগীতা করার আশ^াস দেন।

বুধবার ভোরে ফজরের নামাজে যাওয়া মুসুল্লিগণ হ্যাচারী ঘরে অগ্নিকান্ডের ঘটনা দেখে পানি দিয়ে আগুন নেভায়। এর আগেই হাঁসের বাচ্চা,ডিম,ঘরের টিন,কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাচারীতে হারিকেনের আগুন তোষে লেগে অগ্নিকান্ডের সুত্রপাত বলে হ্যাচারী মালিকের ধারণা।

হ্যাচারী মালিক কামরুল হাসান জানান, আমি একজন ক্ষুদ্র হ্যাচারী ব্যবসায়ী। ৫ বছর ধরে এ ব্যবসা করে ১৪ সদস্যর আমার পরিবারের ভরণ পোষণ করছি। আগুনে হ্যাচারীর প্রায় ৫ লক্ষাধিক টাকার যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন আমি নিঃস্ব। সরকারি সাহায্য ছাড়া পরিবার নিয়ে বাচাঁর কোনো উপায় নেই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান, খবর পেয়ে বৃহস্পতিবার কামরুলের হ্যাচারী পরিদর্শন করে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে খুবই মর্মাহত হলাম। সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরণের সহযোগীতা পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এম/এসপি/মার্চ ০৪, ২০২১)