এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো- ফরিদপুর সদর উপজেলা ভাজন ডাঙ্গা গুচ্ছ গ্রামের মুন্জু বেপারীর ছেলে মো. রাকিব বেপারী (২১), রাজবাড়ী সদর উপজেলার বিলচাত্রার মো. বাচ্ছু মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২২), খানখানাপুরের মো. শাহাদতের ছেলে মো. সাগর (২২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ১নং বেপারী পাড়া গ্রামের আজাহার সরদারের ছেলে মো. কাদের সরদার (৪৫), কিয়ামদ্দিন মন্ডল পাড়ার শুকুর মোল্লার ছেলে সুজ্জাল মোল্লা (২০)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে গাছের গুড়ি ফেলে ঢাকা- খুলনা মহাসড়কের উপর ০৩ মার্চ দিবাগত শেষরাতে ডাকাতি প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩ টি ছুড়ি, ১ টি লাইলনের রশি, ১টি মাঝারি আকারের গাছের গুড়ি ও ১টি মাঝারি আকারের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

থানা পুলিশের এজাহারে আরো জানানো হয়, এই ডাকাত দলের সদস্য ছিলো ১১-১২ জন। ৫ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের করে ডাকাত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

(এইচ/এসপি/মার্চ ০৪, ২০২১)