সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : ঐতিহ্যবাহী ৭মার্চ যথাযোগ্য মর্জাদায় কাপাসিয়া উপজেলায় পালিত হয়েছে।

সকালে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধু প্রথিকৃতিতে পুস্পস্তবক তোড়া অর্পন করেন।

ওই সময় কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, আমানত হোসেন খান, উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা, উপজেলা ভুমি কর্মকতা তানভির শামিম সহ উপজেলার সর্বস্তরের কর্মকতারা উপস্থিত ছিলেন। পরে উপজেলার সর্বস্তরের মানুষ প্রথিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ দিকে উপজেলার সমানিয়া ইউনিয়নের মরিয়ম ফাউন্ডেশন দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেন। কাপাসিয়া মোল্লা‘হ চত্বরে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ,প্রামান্যচিত্র সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন মরিয়ম ফাউন্ডেশন ।

অধ্যাপক আইন উদ্দিন আহম্মেদ এর সভাপাতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি ও উপদেস্টা আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লাহ. মরিয়ম ফাউন্ডেশনের চেয়রম্যান ও বাংলাদেশ কৃষকলীগের উপদেস্টা আলম আহমদ, মুজিবুর রহমান আঙ্গুর, আজম সরকার, মোস্তফা কামাল, মো, মুনির হোসেন, ডা. আশরাফ ফরাজী, মো. মুকুল, সাংবাদিক শাকিল হোসেন, রতন প্রমুখ।

অপর দিকে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ.শ্রমিকলীগ সহ বিভিন্ন সহযোগি সংঘঠন, দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধু প্রথিকৃতিতে ফুলের তোড়া অর্পন করেন। পরে জাতীয় পতাকা ওদলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামলীলীগের সভাপতি সাধারণ সম্পাদক মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান প্রধান, উপজেলা যুুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধাণ, রাজিব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, শ্রমিক লীগের সভাপতি মো. জালাল উদ্দিন ভান্ডারী প্রমুখ। এ ছাড়া উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসায় ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল এর আয়োজন করেন।

(এসকেডি/এসপি/মার্চ ০৭, ২০২১)