মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ৪টি বিদ্যালয়ের ৪জন অসহায় শিক্ষার্থীকে তাদের প্রয়োজনীয় কিছু বই উপহার দিয়েছে শুভসংঘ মাদারীপুর শাখা।

নকশি কাথার সহযোগিতায় শুভসংঘের উপদেষ্টা প্রবাসী মো. জুয়েল মাতুব্বরের অর্থায়নে মাদারীপুর সদর উপজেলার ২নং শকুনি এলাকার কালের কণ্ঠের অফিসে রবিবার দুপুরে চার শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়।

মাদারীপুর শহীদ সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মোহনা আক্তার, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সবুজ, আল-জাবির হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা আক্তার ও মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অন্যন্যা আক্তারকে বাংলা ব্যাকরণ, ইংরেজী গ্রাম্যারসহ তাদের প্রয়োজনীয় বই দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী।

অতিথি ছিলেন শুভসংঘের উপদেষ্টা ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, শুভসংঘের উপদেষ্টা মৈত্রি মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান। অন্যদের মধ্যে ছিলেন কেএম জুবায়ের জাহিদ, নাজমুল নোমান, তানমিরা সিদ্দিকা জেবু, আয়ান হাসান, মামদুদ প্রমুখ।


(এ/এসপি/মার্চ ০৭, ২০২১)