মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় পুলিশের উপর হামলার ঘটনায় জামাত শিবিরের ৭ নেতাকর্মীকে ৭ বছর  করে সশ্রম কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে মাগুরার মূখ্য বিচারিক হাকিম আদালত এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে ফারুক (২৩), সরোয়ার (২৬), কামাল (৩২), নাজমুল (২৮), নাজিমুদ্দিন (৩০), ইমরুল (২৮)ও শাওন (২৫)।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এ্যাডভোকেট অজেদা সিদ্দিকী জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট জামাত শিবিরের বেশকিছু নেতাকর্মী মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে মদিনাতুল উলুম মাদরাসা সংলগ্ন মসজিদের মধ্যে সরকার ও রাষ্ট্র বিরোধী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে শালিখা থানা পুলিশ সেখানে পৌঁছলে তারা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশের দুইজন উপ-পরিদর্শকসহ (এসআই) কয়েকজন পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হয়।

এ ঘটনায় ওই বছর ৩০ আগস্ট তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বাদী হয়ে শালিখা থানায় ১৫ জামাত-শিবিরের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ২০ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।

পরবর্তিতে সাক্ষ্য জেরা শেষে সোমবার দুপুরে মাগুরার মূখ্য বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউর রহমান ৭ আসামীকে দোষি সাবস্ত করে প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

(ডিসি/এসপি/মার্চ ০৮, ২০২১)