জামালপুর প্রতিনিধি : ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে  জামালপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের সভায় নারী নির্যাতন প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন ডিসি মুর্শেদা জামান।

দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুরের প্রথম নারী ডিসি এই অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

ডিসি বলেন, নারী দিবস উদযাপন মানে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে আরো সোচ্চার হওয়া। পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রে অসামান্য ভূমিকা থাকলেও পদেপদে নিযার্তিত হচ্ছে নারীরা। এখনো তাদের নিরাপত্তার জন্য মানববন্ধন করতে হয়। তাই আজকের এই দিনে আমাদের আরো সচেতন হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জামালপুরে কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়, সেজন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা হাকিম নাছরিন পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জামালপুর পৌরসভার নবনির্বাচিত মহিলা কাউন্সিলর সাইদা আক্তার, জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় পাল, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন খান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের সমন্বয়কারী সাবিনা ইয়াছমিন প্রমুখ।

(আরআর/এসপি/মার্চ ০৮, ২০২১)