রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে একটি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকেলে ছনকান্দা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন জামালপুর সদর উপজেলার এসিল্যান্ড মাহমুদা বেগম।

যে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তারা হলেন, ছনকান্দা এলাকার জামাল হাজীর ছেলে সুজন (২৫) ও দরবেশ আলীর ছেলে হেলাল (২৭)।

এসিল্যান্ড মাহমুদা বেগম জানান, শহরের ব্রহ্মপুত্র নদের ছনকান্দা অংশে সুজন ও হেলাল নামে দুই ব্যক্তি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।

বুধবার বিকেল ৪ টায় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাদের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে তাদের ড্রেজার ও পাইপ।

(আরআর/এসপি/মার্চ ১০, ২০২১)