গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় মাদ্র্র্র্রাসা ছাত্রীকে রাতে আঁধারে অপহরণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এরা হলো ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কচরাই গ্রামের লিমন বেপারী ও গলাচিপা সদর ইউনিয়নের  পশ্চিম রতনদী গ্রামের রুবেল হোসেন খান নামের দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মঙ্গলবার গলাচিপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত লিমন ও রুবেলকে গ্রেফতার করে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেন। 

এদিকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পটুয়াখালী জোনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দির জন্য বুধবার গলাচিপা আদালতে নেওয়া হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দার মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কচরাই গ্রামের বাসিন্দা লিটন বেপারীরর ছেলে লিমন বেপারী (২৩) ও গলাচিপা সদর ইউনিয়নে হাবিবুর রহমানের ছেলে মো. রুবেল (২৫) গত ৬ মার্চ রাতে অপহরণ গজালিয়া গ্রামের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত মঙ্গলবার গলাচিপা থানায় লিমন ও রুবেলকে আসামী করে একটি অপহরণ মামলা করা হয়। মামলার পর ওই রাতেই (মঙ্গলবার) গলাচিপা থানা পুলিশ অভিযুক্ত লিমন ও রুবেলকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার হোসেন বলেন, ‘মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত ছাত্রীকেও উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার পর ২২ ধারায় জবানবন্দির জন্য বুধবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।’

(এসডি/এসপি/মার্চ ১০, ২০২১)