নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে মহিলা মেম্বার  প্রার্থী তাসলিমার সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের আহসান উল্যাহর বাড়ীতে উঠোন বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর আয়োজনে সমাজ সেবক এবং সাবেক মেম্বার কামাল উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামি লীগ সভাপতি আহসান উল্যাহ, নয়ন ভান্ডারী, এমলাক সওদাগর, সাহাব উদ্দিন, সাবেক মেম্বার ইসমাইল মেম্বার, বেলাল উদ্দিন, মাইন উদ্দিন, মতিন সর্দ্দার, কামাল উদ্দিন মেম্বারসহ অনেকে।

এসময় ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে মহিলা মেম্বার প্রার্থী তাসলিমা বেগম এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, নারীদের জন্য আমার লড়াই আজীবন চলবে, আসহায় মানুষের সেবায় আগেও আমি পাশে ছিলাম, সামনের দিন গুলিতেও থাকবো টাকার কাছে আপনাদের বিবেক বিক্রি করবেন না, যারা টাকার বিনিমিয়ে ভোট কিনে তারা কোনদিন আপনাদের সম্মান করবেনা, আপনিও তার কাছে সম্মান পাবেন না, আমি চেয়ারম্যান হলে অনতত কিছু করতে পারি আর না পারি কিন্তু আপনাদের সাথে বেইমানী করবোনা, এসময় তিনি উন্নয়নমুলক নানা প্রতিশ্রুতি দেন এবং তিনি তার মেধা যোগ্যতা দিয়ে মাদক-সন্ত্রাস মুক্ত একটি পরিকল্পিত ৪,৫,৬ নং ওয়ার্ড গঠন করবো ।

(এস/এসপি/মার্চ ১১, ২০২১)