বিশেষ প্রতিবেদক, রংপুর : রংপুরে এক রাতেই দুই স্বর্ণের দোকানসহ একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর বেতপট্টি মোড়ে স্বর্ণের দোকানে ও জেলার বদরগঞ্জ পৌর শহরের বদরপীরের মাজার সংলগ্ন সিয়াম ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানে এ চুরির ঘটনা ঘটে। পৃথক এসব চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। চুরির এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

নগরীর বেতপট্রির কালেক্টরেট শপিং কমপ্লেক্সের স্মৃতি জুয়েলার্সের মালিক বাদশা মিয়া জানান, বৃহস্পতিবার আমরা দোকান বন্ধ করে রাতে যে যার মতো বাসায় যাই। শনিবার সকাল পৌনে দশটার দিকে কর্মচারী আব্দুর রহমান দোকান খুলতে গিয়ে দেখেন সব জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। ভোল্ট আর ক্যাশ ছিল ভাঙা। ওর চিৎকার শুনে গিয়ে দেখি সবকিছুই নিয়ে গেছে।

বাদশার দাবি, দোকান থেকে ৬১ ভরি স্বর্ণ, ১০৫ ভরি রুপা ও ৫০ হাজার টাকা খোয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্মৃতি জুয়েলার্সের পাশেই রিয়াজ স্টিল নামে আরেকটি দোকান আছে। ওই দোকানের উপরের টিন কাটা। ধারণা করা হচ্ছে, সেখান দিয়েই চোর ভেতরে ঢোকে এরপর দেয়াল ভেঙে স্মৃতি জুয়েলার্সে ঢুকে চোরেরা আবার স্মৃতি জুয়েলার্সের ওয়াল ভেঙে ঢোকে পাশের মডার্ন জুয়েলার্সে।

মডার্ন জুয়েলার্সের মালিক এনামুল হক সোহেল জানান, প্রথমে বাদশা ভাই দোকান খুলে সব তছনছ দেখেন। এরপর এসে দেখতে পায় ওই দুই দোকানের ওয়াল ভেঙে ভেতরে ঢুকে তারা তছনছ করেছে। আমাদের কাছে যে চাবি আছে, সেই চাবি দিয়ে ভল্ট খুলছে না। আমরা এখনও বুঝতে পারছি না, আমাদের দোকানের কিছু লুট হয়েছে কিনা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অন্যদিকে, জেলার বদরগঞ্জে একটি তৈরি পোশাকের দোকানের তালা ভেঙে এক লাখ ৪১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানের সিসি ক্যামেরার হার্ডডিস্ক ও মনিটর খুলে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় পুলিশ আজহারুল ইসলাম নামে এক নৈশ প্রহরীকে আটক করেছে।

দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীররা জানান, শনিবার সকালে দোকানের মালিক কামরুজ্জামান বাড়ি থেকে এসে দোকান খোলার সময় দেখতে পান সাটারের একটি অংশের তালা কাটা। ভেতরে ঢুকে দেখেন দোকানের কাপড় ঠিক আছে। কিন্তু সিসি ক্যামেরার হার্ডডিস্ক, মনিটর ও গোপন স্থানে রাখা ১ লাখ ৪১ হাজার টাকা নেই।

বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুশীল আগরওয়ালা জানান, ধারণা করা হচ্ছে, চোরেরা ওই ব্যবসায়ীর খুব পরিচিত এবং কাছের। এছাড়া দোকানে যে টাকা আছে চোরের দলের তা জানার কথা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, চুরির ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের পাহারাদার আজহারুলকে আটক করা হয়েছে।

(এম/এসপি/মার্চ ১৩, ২০২১)